অবশেষে জন্মের পর ২৬ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরলো বুলেটবিদ্ধ শিশু সুরাইয়া এবং তার মা নাজমা। হাসপাতালের ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্টদের আপ্রাণ চেষ্টায় শিশুটিকে সুস্থ হয়ে বাড়ি ফিরলো ।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শিশুটিকে আনুষ্ঠানিকভাবে তার বাবা-মায়ের কাছে তুলে দিতে আজ হাসপাতালে উপস্থিত হয়েছিলেন । ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বাবা বাচ্চু ভূঁইয়া ও মা নাজমা বেগম আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে সুরাইয়াকে নিয়ে একটি এ্যাম্বুলেন্সে করে বাড়ির উদ্দেশে রওনা হন। গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় অন্তঃসত্ত্বা নাজমা বেগম ও তার চাচাশ্বশুর মোমিন ভূঁইয়া গুলিবিদ্ধ হন । কিন্তু পরদিন মোমিন ভূঁইয়া মারা গেলেও বেচে যায় অন্তঃসত্ত্বা নাজমা বেগম ও তার শিশু সুরাইয়া । অবশেষে জন্মের ২৬ দিন পর ডাক্তার-নার্সসহ ও সংশ্লিষ্টদের আপ্রাণ চেষ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরলো বুলেটবিদ্ধ শিশু সুরাইয়া ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন