বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সম্প্রতি দেশের মাটিতে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুধ করায় সমস্ত দেশ এখন ক্রিকেট জোয়ারে ভাসছে। ঠিক এই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শারিরিক প্রতিবন্ধীদের নিয়ে পাঁচ জাতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেই টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচী ঘোষণা করেছে বিসিবি।
এই আন্তর্জাতিক টোয়েন্টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২ সেপ্টেম্বর সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ১১টায় উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
সব মিলিয়ে ১১টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে। ১০ সেপ্টেম্বরের ফাইনালসহ মোট ১০টি ম্যাচ হবে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)।
প্রতিযোগিতায় অংশ নিতে ২৮ থেকে ৩১ অগাস্ট বাংলাদেশে পৌঁছাবে দলগুলো। স্বাগতিকরা ছাড়া এই টুর্নামেন্টে খেলবে আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন