গত তিন বছরে টেস্টের ওপেনিং জুটির গড় হিসেবে তামিম ইকবাল ও ইমরুল কায়েস আছেন সবার উপরে। ২০১২ সালের পর থেকে টেস্ট বাংলাদেশের হয়ে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ৫টি ইনিংসে ওপেন করতে নামে এই জুটির গড় ৮৭ দশমিক ১১। ১০ ইনিংসে দুই ওপেনার মোট সংগ্রহ করেছেন ৭৮৪ রান।
এছাড়াও এই সময়ে ওপেনিং জুটিতে তারা দু’জন ছাড়া ৩শ রান করতে পারেনি অন্য কোনো জুটি। খুলনা টেস্টের পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩১২ রানের ওপেনিং জুটি গড়েছিলেন ইমরুল-তামিম।
দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের নিক কম্পটন ও অ্যালিস্টার কুক। নিক কম্পটন ও অ্যালিস্টার কুক জুটির গড় ৫৭ দশমিক ৯৩। ৫১ দশমিক ৩২ গড় নিয়ে তিনে আছেন চলতি ওভাল টেস্টে শেষবারের মতো জুটি বেঁধে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ক্রিস রজার্স ও ডেভিড ওয়ার্নার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন