728x90 AdSpace

  • Latest News

    বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

    মাত্র ১৫ ম্যাচ খেলে সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায় সৌম্য সরকার


    ১ ডিসেম্বর ২০১৪-তে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম পথ চলা শুরু সৌম্য সরকারের । এর পর থেকে পিছন ফিরে তাকাতে হয়নি তাকে । পর্যন্ত ১৬ ওয়ানডে খেলে ৪৯.৪২ গড়ে রান করেছেন ৬৯২, যেখানে একটি সেঞ্চুরি এবং ৪টি হাফসেঞ্চুরি রয়েছে । মাত্র ১৫ ম্যাচ খেলে ৫১.৬৯ গড়ে ৬৭২ রানের মাধ্যমে তিনি সেরা দশে চলে এসেছেন। 

    ২০১৫ সালের সেরা দশ জন ব্যাটসম্যানের তালিকায় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে পাঁচ জন কিউই ব্যাটসম্যান, যদিও কিউইদের এখনো আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আরও দুটি ম্যাচ বাকি রয়েছে। সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশে আছেন কেন উইলিয়ামসন (১২৭০), মার্টিন গ্যাপটিল (১১৪৯), রস টেইলর (১০৪১), তিলকারাত্নে দিলশান (১০০৩), হাশিম আমলা (৯২১), কুমার সাঙ্গাকারা (৮৬২), গ্রান্ট ইলিয়ট (৮২৬), ডি ভিলিয়ার্স (৭৪০), ব্রেন্ডন ম্যাককালাম (৭০৯), ও সৌম্য সরকার (৬৭২)।
     বাংলাদেশ ক্রিকেটের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র   সৌম্য সরকার ।
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: মাত্র ১৫ ম্যাচ খেলে সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায় সৌম্য সরকার Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top